জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৫ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে পৌরসভার ৫ নং ওয়ার্ড বাওয়ার কুমারজানী গ্রামে সেন্টারের নিজস্ব কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাউদ্দিন আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আহসান হাবিব ইমরুজ।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা দেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, দৈনিক খবরপত্রের বার্তা সম্পাদক হারুন ইবনে শাহাদত, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকী, আল ইমাম ইসলামিক সেন্টারের মুখপাত্র হারুন অর রশিদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
Leave a Reply