মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৪ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে স্কয়ার ফার্মাসিটিউক্যালস কোম্পানির সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এই মানববন্ধন করেন গোড়াই ইউনিয়নের রনারচালা দক্ষিণপাড়া এলাকার প্রায় ৩ শতাধিক বাসিন্দা। এর আগে গত বুধবার সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, থানা ও সেনা ক্যাম্পে লিখিত আবেদন করে তাঁরা।

 

মানববন্ধনে অংশ নেয়া শফিকুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় স্কয়ারের লোকজন আমাকে মারপিট করেছে।

 

তারা চলাচলের ব্যবস্থা না রেখে দেয়াল নির্মাণ করলে ওই এলাকার মানুষের ঘর থেকে বের হওয়ার কোন উপায় থাকবেনা। রেখা বেগম নামের এক নারী বলেন, এই দেয়াল নির্মাণ হইলে আমরা ঘর থেইকা বাইর হইতে পারুম না, আমাগো পোলাপান স্কুলে মাদ্রাসায় যাইতে পারবোনা।

 

মানববন্ধনে অংশ নেয়া দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম বলেন, এই রাস্তা বন্ধ হয়ে গেলেআমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে আমি রাস্তার দাবি জানাই। সীমানা প্রাচীর নির্মাণের দায়িত্বে থাকা মিনহাজ বলেন, জমি পরিমাপ করে স্কয়ার কর্তৃপক্ষ আমাকে যে সীমানা দেখিয়ে দিয়েছে সেখান দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তবে সীমানা প্রাচীরের বাইরে দুই ফুট জায়গা রাস্তার জন্য রাখা আছে বলে তিনি দাবি করেন।

 

এ বিষয়ে জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যাল্ধসঢ়;স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সুরজিৎ মুখার্জির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সহকারি কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্তপূর্বক বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর