মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

রাঙামাটির কাউখালীতে মারমা তরুনী ধর্ষণের মূল আসামী ফাহিম গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৬ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২৩ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  রাঙামাটির কাউখালীতে মারমা তরুনীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় মূল আসামী ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

 

কাউখালীতে মারমা তরুণী ধর্ষণ মামলায় এজাহার নামীয় প্রধান আসামী ফাহিম (২৫) আজ বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাঙামাটি জেলা পুলিশ।

 

গ্রেফতারকৃত ফাহিম রাঙামাটির কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া এলাকার ১নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেনের ছেলে বলে জানাগেছে।

 

এরআগে গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) কাউখালী থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুনী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি। আসামি গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা দেওয়ায় ফাহিম তাকে মারধর করে।

 

পরে ভিকটিম আহত হয়ে কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন। এর আগেও আসামি মো. ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পযন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে।

 

ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ।ভিকটিম তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 

অপরদিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানায়ায় উক্ত ভিকটিম গত বৃহস্পতিবার হাসপাতালে এসে ভর্তি হয়েছিলো এবং ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষা শেষে শনিবার সে হাসপাতাল ছেড়ে যায়। সূএে, মেয়েটির শরীরে মারধরের আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ প্রতিবেদককে জানান, এই ঘটনাটি জানার পর থেকেই রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয় বিষয়টি সার্বক্ষনিক তদারকিতে রেখেছেন। অবশেষে প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে কদমরসূল এলাকা থেকে গ্রেফতার করে কাউখালীর পথে রওয়ানা দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর