মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বেশ কিছু নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৩ সময় দেখুন

ঢাকা, ২২ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনায় নতুন প্রস্তাব আসছে, যা নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে তারা আবার আলোচনা করবে। এরপর মে মাসের মাঝামাঝি দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

 

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে ঐকমত্য কমিশন।

 

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন বিষয়ে মোট ১১টি কমিশন গঠন করেছিলেন। এর মধ্যে প্রথম পর্যায়ে গঠিত পাঁচটি কমিশনের সুপারিশগুলোর ওপর মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল ঐকমত্য কমিশন।

 

অধ্যাপক আলী রীয়াজ তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে জানান, মোট ৩৫টি দলের কাছ থেকে তারা মতামত পেয়েছেন এবং বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে তাদের প্রাথমিক আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে আছে। তিনি আশা করেছেন, আজই বিএনপির সঙ্গে তাদের প্রাথমিক আলোচনা শেষ হবে।

 

বিএনপির বিষয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ের বিষয়ে আলোচনায় বিএনপির সঙ্গে কমিশনগুলোর সুপারিশের সঙ্গে কিছু বিষয়ে সামঞ্জস্য আছে আবার বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। বিএনপি বলেছে, মতভিন্নতার বিষয়ে ক্ষেত্রবিশেষে তারা নীতিনির্ধারকদের কাছে যাবে ও আলোচনা করে আমাদের জানাবে।

 

অংশগ্রহণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে জানিয়ে আলী রীয়াজ বলেন, একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবল এই টেবিল থেকে হতে পারবে না। সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতিনির্ধারকরা নিঃসন্দেহে অংশ নেবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর