মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

পাবনা জেলা গোয়েন্দা সংস্থার অভিযান : বিপুল পরিমানে মাদক বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার-৪

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২১ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলা গোয়েন্দা শাখা, পাবনা কর্তৃক পৃথক পৃথক তিনটি অভিযানে একটি বিদেশী পিস্তল, ৬২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৪,০৫০ (চার হাজার পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৮০ (আশি) গ্রাম হেরোইন এবং একটি বিদেশী শটগান, ০৫ (পাঁচ) রাউন্ড শর্টগানের গুলি সহ ০৪ (চার) জন আসামী গ্রেফতার।

 

পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন,এর সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর সার্বিক তত্ত্বাবধানে, ওসি, ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে, ২১/০৪/২০২৫ তারিখ, এস আই মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর ইউ পির কাশিপুর মোরস্ত কাশিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী, ১। মোঃ জাহিদ হাসান রানা (৩৩), পিতাঃ মৃত- শেখ ফরিদ, মাতা-মোছাঃ ছালমা খাতুন, সাং-দোহারপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং একই টিম কর্তৃক ইং ২১/০৪/২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর মালিখা পাড়া সাকিনস্থ জনৈক মোঃ সাজাদ, পিতাঃ এসএম আজম এর মালিকানাধীন পুকুরের মধ্যে অবস্থিত টিনের ঘরের ভিতর অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ সাজ্জাদ হোসেন (২৬), পিতাঃ এসএম আজম, সাং- হেমায়েতপুর মালিখাগাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ২। মোঃ আব্দুল রানা (৪১), পিতাঃ মোঃ আঃ জলিল, সাং-কিসমত প্রতাপপুর, খানা- পাবনা সদর, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করতঃ তাহাদের হেফাজত হইতে ১। একটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল, ২। উক্ত পিস্তলের দুইটি ম্যাগাজিন, ৩। ১৩ রাউন্ড ৭.৬৫ এর তাজা গুলি, ৪। ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৫। মাদকদ্রব্য ৪,০০০ (চার হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, ৬। মাদকদ্রব্য ৮০ (আশি) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

একই তারিখ দুপুর ১৩.১০ ঘটিকায় এসআই (নিঃ) বেনু রায় এর নেতৃত্বে একটি টিম পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর ইউপির মোহরপুর সাকিনস্থ জনৈক মোঃ রাজ মৃধা, পিতাঃ মৃত ইব্রাহিম মধু (চেয়ারম্যান) এর সুতার কারখানার পিছনে অভিযান পরিচালান করে আসামী ১। মোঃ রাসেল হোসেন (৪৫), পিতাঃ মোঃ কুদ্দুস শেখ, সাং-মোনহরপুর, খানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে গ্রেফতার করতঃ তার বসন্ত ঘরের শয়ন চৌকির উপর তোষকের নিচ হইতে একটি বিদেশি ১২ বোরের তুরস্কের তৈরী শর্টগান এবং ০৫ (পাঁচ) রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।ধৃত আসামীদের বিরুদ্ধে পবানা সদর থানায় পৃথক পৃথক মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর