মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে বৃদ্ধাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা, ঘাতক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২০ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে এক বৃদ্ধাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মনির হোসেন(৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গত শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আলী আকবর খার বাড়িতে পিয়ারা বেগম (৮০) নামের বৃদ্ধাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। অপর দিকে স্থানীয়দের সহায়তায় ধর্ষক মনির মিরা (৪৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতার মনির মিরা শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোচেন মিরার নেশাসক্ত বখাটে ছেলে। চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। এব্যাপারে দুমকি থানায় মামলা দায়ের প্রক্রিধীণ আছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনৈক হোচেন মিরার নেশাসক্ত বখাটে ছেলে মনির মিরা (৪৫) শনিবার রাত ৩টার দিকে প্রতিবেশী মৃত আলী আকবর খার বিধবা স্ত্রী পিয়ারা বেগমের বসত:ঘরে ঢুকে জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় ডাকচিৎকার দিলে গলাটিপে হত্যা করে দৌড়ে পালিয়ে যায়। বাড়ির ও প্রতিবেশী লোকজন ছুটে এসে পিয়ারার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রবিরার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং স্থানীয়দের সহায়তায় ঘাতক মনির মিরাকে আটক করতে সমর্থ হয়। ধৃত আসামি মনির মিরা থানা হাজতে রয়েছে।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা দায়ের প্রক্রিধীন আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর