মুরাদনগর (কুমিল্লা), ১৯ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দীর্ঘ ১৭ বছর পর কুমিল্লার মুরাদনগরের জনগণের কাছে এলেন এই অঞ্চল থেকে ৫ বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিগত ফ্যাসিস্ট সরকারের নানামুখী ষড়যন্ত্রের মুখে অত্যন্ত জনপ্রিয় এই নেতা নিজ এলাকায় পা রাখতে পারেননি।
বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে এদিন মুরাদনগরের হায়দরাবাদ সামসুল কলেজ কলেজ মাঠে জনসভা আয়োজন করা হয়েছে। এদিন বিকাল ৪ টা ৪০ মিনিটের দিকে তিনি মঞ্চে আসেন। এ সময় কলেজ মাঠ প্রাঙ্গণ ‘দাদাভাই’, ‘দাদাভাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে (কুমিল্লা-৩) আসনের জনগণ এই নেতাকে দাদাভাই বলে সম্বোধন করে। মঞ্চে উঠে হাত নাড়িয়ে মুরাদনগরবাসীকে সাড়া দেন তাদের দাদাভাই, হাত মেলান জনসাধারণের সঙ্গে।
এরআগে দাদাভাইয়ের আগমন উপলক্ষে সামসুল হক কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। মুরাদনগরসহ কুমিল্লা জেলা বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ জনসভায় যোগ দেন। তারা জানান, দাদা ভাইয়ের আগমনে তাদের মধ্যে ঈদ আনন্দ বিরাজ করছে।
পূর্বঘোষিত এ জনসভায় যোগ দিতে শনিবার দুপুর ২টার পর থেকেই আসা শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ঢাক-ঢোল, বাঁশি, বিএনপির দলীয় পতাকা, হলুদ ক্যাপ মাথায় দিতে নেতা-কর্মীদের জনসভায় আসতে দেখা যায়। জনসভাকে কেন্দ্র করে সামছুল হক কলেজ মাঠ ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা দিচ্ছে পুলিশ।
Leave a Reply