রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

আ.লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮ সময় দেখুন

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে যাতে আরও উন্নত করা যায়। আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা, খাওয়ার জায়গাগুলো কেমন এগুলো দেখার জন্য থানা পরিদর্শন করছি। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।”

 

তিনি বলেন, “নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য নিজ বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে।”

 

পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নিবে।”

 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা তাদের একটা তালিকা দিন আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবো। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন।”

 

গতকাল আ.লীগের মিছিল হয়েছে। একটা অভিযোগ আসছে আ.লীগ বা তাদের দোসর যারা তারা বিভিন্ন সময়ে মিছিল করছে। এই বিষয়ে পুলিশ সদস্যদের ইন-অ্যাক্টিভ থাকার বিষয়টি সামনে আসছে— এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ অলরেডি দুইজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর