শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৮ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক(১) মাসের শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

 

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনের অভিযোগ- হাসপাতালে কোন অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।

 

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দেবাশীষ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

 

অ্যাম্বুলেন্স চালক অনুপম চাকমা বলেন, ‘গাড়ীর চাকা ও ব্যাটারি নষ্ট। তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে। আরএমও স্যার নেই। তাই টাকার জন্য চাকা-ব্যাটারি নিতে পারছি না। আমার ব্যাক্তিগত টাকা থাকলে আমি কিনে নিতাম। রোগীদের দেখলে খুব খারাপ লাগে।’

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে। একটি মাত্র অ্যাম্বুলেন্স, সেটিও নষ্ট। ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন ৪ জন। এরাও ঠিক মত উপস্থিত থাকে না। উর্ধতন কর্মকর্তাকে বার বার জানিয়েও কোন প্রতিকার মিলছে না।’

 

হাসপাতালের এমন অবস্থার বিষয়ে রাঙ্গামাটির সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে  একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। তিনি এখনো যোগদান করেননি।

 

এদিকে স্থানীয়দের অভিযোগ হাসপাতালে অবকাঠামোর অবস্থা নড়বড়ে বারবার মেরামত করার পরেও অবস্থার কোন উন্নতি করা যাচ্ছে না। অধিক পুরাতন হওয়ায় ঝুঁকি নিয়েই চলে চিকিৎসা কার্যক্রম। এখানেই শেষ নয়। হাসপাতালে নেই নিরাপদ খাবার পানির ব্যবস্থা। বিদ্যুৎ না থাকলে নেই জেনারেটরের ব্যবস্থা।

 

অবকাঠামোর উন্নয়ন ও স্থানীয় গণমানুষের দাবী দ্রুত একটি হাসপাতাল ভবন নির্মাণ করে চিকিৎসা সেবার মান উন্নয়ন করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর