মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ১৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আশুলিয়ার জামগড়া সড়কে এক ঘন্টার বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি ও পুরো এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে করে এলাকার পোশাক কারখানার হাজার হাজার শ্রমিকসহ জনগণের চরম ভোগান্তি।
আজ ১৭ই এপ্রিল বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আশুলিয়ায় খালসহ খালের মুখ দখল করে বিভিন্ন মালিক ঘরবাড়ি ও স্থাপনা তৈরি করার কারণে বৃষ্টির পানি আটকা পড়ে। এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে জাতি জানতে চায়?
সরকারি রাস্তা-ঘাট ও খাল বিল যারা দখল করে রেখে জনগণের সমস্যা তৈরি করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান সাধারণ গার্মেন্টস শ্রমিকরা।
জানা গেছে, আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালসহ ৮টি খাল প্রভাবশালীদের দখলে থাকলেও তা ৫০ বছরেও উদ্ধার করা হয়নি, সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় থাকার কারণে এই খালগুলো উদ্ধার করতে পারেননি, জানা গেছে, আশুলিয়ার থেকে জামগড়া বেরণ এলাকায় জলাবদ্ধতার কারণে জনগণের চরম ভোগান্তি হচ্ছে। এর আগে শ্রমিক নেতা সারোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা পানির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন। বিশেষ করে নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে থাকা ও অপরিকল্পিত বাড়ি ঘর নির্মাণ করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
বিশেষ করে ঢাকার আশুলিয়ায় ১। নয়নজুলি খাল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামগড়া হইতে আশুলিয়া তুরাগ নদী পর্যন্ত ৭ কিলোমিটার, ২। নলীর খাল, ক্যান্টনমেন্ট হইতে বংশাই নদী পর্যন্ত ৬ কিঃ মিঃ, ৩। ডগরতলী খাল, ডগরতলী হইতে বারল খাল পর্যন্ত ৪ কিঃ মিঃ, ৪। বারল খাল, চক্রবর্তী হইতে বংশাইনদী পর্যন্ত ৬ কিঃ মিঃ, ৫। কন্ডার খাল, কন্ডা হইতে সুবন্দী পর্যন্ত ৩ কিঃ মিঃ। এই খালগুলি দ্রুত দখল মুক্ত করার দাবী এলাকাবাসির।
Leave a Reply