মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৭ এপ্রিল ঢাকায় আসছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২০ সময় দেখুন

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৭ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবা‌দিক‌দের তিনি এ তথ‌্য জানান।

 

তিনি বলেন, আজ দুদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বা এফওসিতে পা‌কিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৭-২৮ এপ্রিল ঢাকা সফর করবেন।

 

এর আগে, এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায়ং ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উভয়পক্ষ নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহ বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

 

এছাড়া এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর