মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

পটুয়াখালী হাসপাতালে ডাক্তার ইন্টার্নি ও নার্স মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৪ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পানিতে ডুবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক মারা যাওয়ার ঘটনায় পটুয়াখালী মেডিকেলের চিকিৎসক ডা. শামীম আল আজাদকে ওএসডি করার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তিনদফা দাবি আদায়ে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি হচ্ছে রোগীদের।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে যৌথভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন মেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় তারা তিনদফা দাবি ঘোষণা করেন।

 

দাবিগুলো হচ্ছে- ডা. শামীম আল আজাদের ওএসডির আদেশ প্রত্যাহার করা, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা ও নতুন ভবন চালু করা।

 

আন্দোলনরত মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঘটনার দিন পবিপ্রবির শিক্ষার্থীরা তাদের অসৌজন্যমূলক আচরণ ও ভাঙচুর করেন। উল্টো এ ঘটনায় তদন্ত চলাকালীন সময়ে অন্যায়ভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ওএসডি করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ থাকবে। এসময় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুশিয়ারি দেন।

 

উল্লেখ্য, চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় বিক্ষোভের পর বুধবার চিকিৎসক ডা. শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অভিযোগ অস্বীকার করে অনকলে দায়িত্বে থাকা ওই চিকিৎসক এ প্রতিবেদককে জানান, চিকিৎসায় কোন ঘাটতি ছিল না। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর