শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

কালাইয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছেন ১৭৭৮ জন শিক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৮ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ১০ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারা দেশের সঙ্গে একযোগে জয়পুরহাটের কালাইয়েও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় কালাই উপজেলা থেকে এক হাজার সাতশো আটাত্তর  জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

 

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে পাচঁটি কেন্দ্রে বালক ৯৯২, বালিকা ৭৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

 

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান জানান, প্রথম দিন পরীক্ষা চলছে। পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি আছে। কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা দেখভাল করছেন।

 

পরীক্ষা নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসারসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর