বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

আদিবাসী জুম্ম জাতির অস্তিত্ব নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে অধিকতর সামিল হই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪০ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৯ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ৯ এপ্রিল সকাল থেকে ১২ এপ্রিল ২০২৫ইং-পর্যন্ত রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জুম্ম জাতিসমূহের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, পাতা-২০২৫ উপলক্ষে সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চাংগা পাংখোয়া  সহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর নির্দেশ শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে চার (৪) দিনব্যাপী সর্বজনীন অনুষ্ঠানমালা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, সার্কেল চীফ, চাকমা সার্কেল এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষাতন তালুকদার, সাবেক সাংসদ, ২৯৯নং রাঙ্গামাটি আসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রকৃতি রঞ্জন চাকমা (অব: উপসচিব), আহ্বাযক, উদযাপন কমিটি। এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বলা হয় বিজু,বৈষু, সাংগ্রাই, বিষু, সংক্রান্ত সহ পাহাড়ের প্রধান এই সামাজিক উৎসব এলে পাহাড়ে উৎসব ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামে বিভিন্ন খেলাধুলা সহ থাকে নানান আয়োজন। বিজু আসলে উৎসবে রঙিন হয়ে উঠে পাহাড়।  সভায় আরো পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।

 

আলোচনা সভা শেষে সকাল ১১ টার দিকে রাঙ্গামাটি পৌরসভা থেকে একটি বর্ণনাট্য রেলি শুরু হয়,রেলিটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপা হয়ে প্রধান সড়ক প্রদীপ প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। রেলিতে চাকমা,মারমা,ত্রিপুরা, তঞ্চাংগা পাংখোয়া সহ বিভিন্ন জনগোষ্ঠীর নারী পুরুষ শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান রিলিতে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর