মোঃ আলমগীর হোসেন-কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি (নীলফামারী), ০৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নীলফামারীর কিশোরগঞ্জে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর পক্ষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক করেন কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজ।
বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জ শহীদ আবু সাঈদ মিনি স্টেডিয়াম থেকে শুরু হয় সকাল ১১ টায়। মিছিলটি উপজেলা
চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ও বাসস্টান্ড দিয়ে ডাচ বাংলা ব্যাংকের সামনে দিয়ে শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে
থানার পাশে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলে বক্তব্য রাখেন সর্বস্থরের ছাত্র-জনতা এবং সাধারণ জনতা। বক্তাদের প্রধান আকর্ষণ ছিল ইজরাইলি পণ্য বয়কট করা ও ইসরাইলিদের সাথে যারা ব্যবসা করে তাদেরও বয়কট করা।
মিছিলে স্লোগান ছিল সমস্ত মুসলিম জাতি এক হও, ফিলিস্তিনি রক্ষা করো, আমার ভাই শহীদ কেন বিশ্বব্যাপী জবাব চাই, লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, এরকম আরো অনেক স্লোগান দেওয়া হয়।
Leave a Reply