মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ২৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দরিদ্র, দুঃস্থ , পথচারী, অসহায়, প্রায় ৬০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টায় রাণীশংকৈল পৌর শহরের শিমুলতলী ফাল্গুনী হোটেল সংলগ্ন মেসার্স মীরা পপুলার মেডিকেল স্টোর থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক ছিলেন মেসার্স মীরা পপুলার মেডিকেল স্টোর এর স্বত্বাধিকারী তারেক পরিষদের রাণীশংকৈল পৌর সভাপতি মাসুদ রানা।
এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে, সেমাই, চিনি, প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।
আয়োজক মাসুদ রানা বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমার এই আয়োজন।
তিনি আরোও জানান, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।
Leave a Reply