মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

‘৭১ এর প্রেরণায় আমাদের ২৪ এর বিপ্লব করতে হয়েছে : রাশেদ প্রধান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩ সময় দেখুন

ঢাকা, ২৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত “৭১ এর প্রেরণায় ২৪ এর বিপ্লব, স্বাধীনতা রক্ষা করো” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “৭১ এর প্রেরণায় আমাদের ২৪ এর বিপ্লব করতে হয়েছে। কারণ ৭১ এ আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই। আমরা নামে স্বাধীন হয়েছিলাম কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভারতের কাছে বন্ধক দেওয়া ছিল। ২৪ এ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া শুরু করেছি। ভারতীয় আগ্রাসনমুক্ত সার্বভৌমত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।”

 

রাশেদ প্রধান বলেন, “আমি ৭১ এবং ২৪ এর সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা এক নতুন স্বাধীনতা দিবস পেয়েছি, যেই স্বাধীনতা দিবসে ফ্যাসিজম নাই, স্বৈরাচার নাই, আয়নাঘর নাই, গণতন্ত্রের হত্যাকারী শেখ হাসিনাও নাই। যে কোনো মূল্যে ৫ আগস্টের পূর্বের ঐক্যকে ধারণ করে, আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে। নতুবা ভারতীয় চাণক্য নীতির নীলনকশা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশকে আবারো গ্রাস করবে। তাই সবাই মিলে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”

 

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক সাজু মিয়া, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর