বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

রাঙামাটিতে ছাত্রলীগের নেতা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৮ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মঙ্গলবার মধ্যরাতে রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ডস্থ নিজ বাসায় অবস্থানরত অবস্থায়রা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ(২৮)কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন।

 

গ্রেফতারকৃত মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ(২৮) রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পিতা মো: জমির উদ্দিন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের বিদ্রোহি হিসেবেই পরিচিত ছিলেন।

 

স্থানীয় সূত্রে  জানা যায়  রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি তার ফেসবুক ষ্ট্যাটাসে রাঙামাটির ছবি দিয়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাংগামাটি পার্বত্য জেলা শাখার সাবেক ও বর্তমান জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেগ্যে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ” এই ষ্ট্যাটাস আপলোড দেয়।

 

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরোজ তার সহপাটিদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত প্যাকেটে ইফতার সামগ্রী বিতরণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর