স্পোর্টস ডেস্ক, ১৮ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তারকা পেসার।
তার পারফর্মেন্সে মুগ্ধ অনেকেই। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ডাক পড়েছে রানার। পিএসএলে খেলতে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন নাহিদ রানা।
অন্যদিকে পিএসএলে দল পাওয়া রিশাদ ও লিটনের আবেদন এখনও বোর্ডের কাছে পৌঁছায়নি। সোমবার (১৭ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এছাড়া রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স এবং লিটন দাসকে নিয়েছে করাচি কিংস।
এ বিষয়ে শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমে বলেছেন, ‘নাহিদ এনওসি চেয়ে আবেদন করেছে। রিশাদের চিঠি এখনও হাতে পাইনি। রিশাদ হয়তো দুই-একদিনের মধ্যে করতে (আবেদন) পারে।’ সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এছাড়া লিটন দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে। এমন অবস্থায় লিটন দাস পিএসএলে খেলতে যাবেন কি না, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।
এর আগে গত শনিবার (১৫ মার্চ) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বিসিবি প্রধান ফারুক আহমেদ জানিয়েছিলেন, পিএসএলের এনওসি চেয়ে তখনও কেউ আবেদন করেনি। এনওসি চাইলে তখন সে ব্যাপারে চিন্তা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। এদিকে নাজমুল হোসেন শান্ত ক্রিকেটারদের এনওসির পক্ষে। বিশেষ করে নাহিদ রানাকে পিএসএলে খেলতে দেখে মুখিয়ে আছেন শান্ত। সোমবার সংবাদম্যদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিৎ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিৎ। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক সবকিছুর ওপর।’
Leave a Reply