বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

কাপ্তাইয়ের রাইখালীতে বিএনপির ইফতারের প্রস্তুতি সভায় দুইপক্ষের মারামারি : আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিএনপির ইফতারের প্রস্তুতি সভায় ২ পক্ষের মারামারিতে ৩ নেতা কর্মী আহত হয়েছে। আহতরা হলেন— মো. মান্নান (৩০), মো. ওবায়দুল (৪০) ও মো. শুক্কুর (৪০)। তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের মাথা ফেটে যায়।

 

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনের উদ্দেশ্যে এক প্রস্তুতিমূলক সভায় রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান চৌধুরী ওরফে রক্সির অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ মারামারি ঘটে।

 

এ প্রসঙ্গে কাপ্তাই উপজেলার বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ‘ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তেমন বড় কিছু নয়। আমি ঘটনাস্থলে ছিলাম না। একজনকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।

 

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমরুল আহমেদ বলেন, ‘তাদের মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল। পরে আমরা সেখানে গেছিলাম। তারা বলেছে যেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনা, আমরা নিজেরাই সমাধান করে ফেলব। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ক্লিনটন জানিয়েছেন, ‘সন্ধ্যার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের মাথায় ফেটে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর