জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র সমাজের উদ্যোগে সোমবার (১৭-০৩-২০২৫)ইং টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন আজগানা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বটতলা পূর্বপাড়া জামে মসজিদের স্থানীয় ছাত্র সমাজের উদ্যোগে এই ইফতার মাহফিল উনুষ্ঠিত হয়।
বিভিন্ন রাজনৈতিক দলবল নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রমজানের ফজিলত ও ইফতারের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশিষ্ট আলেমগন তারা বলেন “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে আমাদের বেশি করে ইবাদত ও দান-সদকা করা উচিত।
আয়োজক কমিটির অন্যতম সদস্য জাহিদ আল ফারাবি, জহিরুল ইসলাম , প্রমূখ বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন চালিয়ে যাব।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।
Leave a Reply