মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

হামজা চৌধুরী আগামী সোমবার বাংলাদেশে আসছেন : তাঁকে বরণে প্রস্তুত বাফুফে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর অপেক্ষা ফুরোতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। পুরো বাংলাদেশ এখন হামজার অপেক্ষায়।

 

ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এলেও তার আগমন নিয়ে আগ্রহের কমতি নেই। শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুপুরে ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরবেন হামজা।আগামীকাল সোমবার (১৭ মার্চ) বিশেষ ফ্লাইটে ১১টা ৪০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এই মিডফিল্ডার। সঙ্গে থাকবে পরিবারের অন্যান্য সদস্যরা।

 

এর আগেও বাংলাদেশে এসেছেন হামজা, তবে এবারের আগমন বিশেষ। লাল-সবুজের জার্সিতে যে প্রথমবার মাঠ মাতাতে আসছেন তিনি। ইংলিশ ফুটবলে বেড়ে ওঠা এই তারকার আগমনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

 

সিলেট বিমানবন্দরে হামজাকে বরণ করে নেবেন বাফুফের এক্সিকিউটিভ কমিটির একটা দল। ১৭ তারিখ দেশে এলেও ১৮ তারিখ নিজ বাড়িতে একান্ত সময় কাটাবেন হামজা। সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম নিয়োগ করবে বাফুফে। এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘১৭ তারিখে সিলেটে বিমান থেকে অবতরণ করবেন। বেশকিছু নির্বাহী সদস্য যাবেন। ইতোমধ্যে তারা বিমান কর্তৃপক্ষ ও প্রশাসিক অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। উনারা সব দপ্তরে যাবেন, দেখা করবেন। ইতোমধ্যে চিঠি চলে গিয়েছে, সার্বিক আয়োজনের জন্য। আমাদের একজন অফিসার নিযুক্ত থাকবেন। যিনি ২৪ ঘণ্টাই থাকবেন হামজার সঙ্গে। হবিগঞ্জে আমাদের পক্ষ থেকে কোনো আয়োজন নেই। কারণ সেটা ব্যক্তিগত স্পেস। যেটাকে আমরা সম্মান করি।’

 

বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন বিদেশ থেকে। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রার শুরু, তার সর্বশেষ সংস্করণ হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই ফুটবলারের সুযোগ ছিল ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। কিন্তু, তিনি বেছে নিয়েছেন মাতৃভূমি বাংলাদেশকে।

 

হামজার সঙ্গে আসছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা আগেই চলে এসেছেন। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক মাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

ভারতের বিপক্ষে ম্যাচের আগে নতুন জার্সি পাচ্ছে হামজা-জামালরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে বাফুফের কিট স্পন্সর দৌড়। আর নতুন জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ভূচিত্রাবলি।

 

এদিকে, দেশের ফুটবলে এরই মধ্যে পড়তে শুরু করেছে হামজার প্রভাব। জাতীয় দলের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে বাফুফে। বেসরকারি ব্যাংক ইউসিবির সঙ্গে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছে ফেডারেশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর