সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

এমবাপ্পের জোড়া গোলেই ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত হলো রিয়ালের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রত্যাবর্তনের পরিপূরক হিসেবে প্রায় সময়ই আসে রিয়াল মাদ্রিদের নাম। শুরুতে পিছিয়ে থাকলেও ঠিক ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছাড়ার গল্প প্রতিনিয়তই লিখে চলেছেন আনচেলত্তির দলটি। চলতি লা লিগায় আরও এক প্রত্যাবর্তনের গল্প লিখলো রিয়ালি মাদ্রিদ।

 

লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে প্রায় ২১ হাজার দর্শকের সামনে প্রথমেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিটে গোল হজম করার পর যেন জ্বলে উঠেছিলেন কিলিয়ান এমবাপে। এরপর জোড়া গোল করলেন তিনি। সেই জোড়া গোলেই ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত হলো রিয়ালের।

 

এ জয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

 

টানা ম্যাচের ধকলে ক্লান্ত রিয়াল। ভিয়ারিয়ালের বিপক্ষে তাদের পারফরম্যান্সে সে ছাপ স্পষ্ট। পুরো ম্যাচে দাপট দেখিয়েছে ভিয়ারিয়াল। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ আধিপত্য ছিল স্বাগতিকদের। ২৩টি শট নিয়ে ১০টিই গোলমুখে রেখেছিল তারা।

 

অন্যদিকে ৫৫ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল ৯ শটের ৫টি রেখেছিল গোলমুখে। তবে আক্রমণে পিছিয়ে থাকলেও এমবাপ্পে নৈপুণ্যে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে তারা।

 

এদিন ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই পিছিয়ে পড়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। আলেক্স বায়েনার কর্নারে বল হুয়ান ফয়থের হাঁটুতে লেগে রিয়ালের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির পিঠে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ।

 

তবে সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি লস ব্ল্যাঙ্কোস। ১৭তম মিনিটে এমবাপ্পের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।

 

এর ৬ মিনিট পরই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

 

ম্যাচের বাকি সময় গোলবারে লড়ে যান থিবো কোর্তোয়া। তাতে ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

 

এ জয়ে ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসলো রিয়াল। দুই ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়ারিয়াল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর