মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

বিরাট কোহলি বিসিসিআইয়ের নতুন নীতিতে ক্ষোভ প্রকাশ করলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজেও হেরেছে ভারত। টানা দুই সিরিজ হেরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিইটকে গেছে রোহিত শর্মার দল।

 

ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন নির্দেশনা অনুযায়ী, ৪৫ দিনের কম সফরের ক্ষেত্রে ক্রিকেটাররা পরিবারকে সঙ্গে নিতে পারবেন না। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পর নতুন এই নির্দেশনা দিয়েছে ভারতীয় বোর্ড। তবে বিসিসিআইয়ের নতুন এই নির্দেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

 

বোর্ডের নতুন নিয়ম হলো, ৪৫ দিনের বেশি সফরের ক্ষেত্রে অন্তত ১৪ দিনের জন্য পরিবারকে সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা। কিন্তু বোর্ডের এমন নীতিতে মোটেও খুশি নন বিরাট কোহলি। শনিবার (১৫ মার্চ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে হাজির হয়ে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি।

 

‘মনে হয় না মানুষ পরিবারের মূল্যবোধ সম্পর্কে কিছু বোঝে। আমি খুব হতাশ। মনে হয়, যারা এই বিষয়গুলোর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য পারফরম্যান্স খারাপ হয়। মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারকে কাছে পাওয়া গুরুত্বপূর্ণ। দিনের শেষে ঘরে ফিরে পরিবারকে কাছে পাওয়াটা স্বাভাবিক থাকার কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না।’

 

কোহলি আরও বলেন, ‘আপনি যদি যেকোনও খেলোয়াড়কে জিজ্ঞেস করেন, তুমি কি চাও তোমার পরিবার সবসময় তোমার পাশে থাকুক? বলবে হ্যা, আমি ঘরে বসে একা একা বিষন্ন থাকতে চাই না। আমি স্বাভাবিক থাকতে চাই। এবং তারপর তুমি তোমার খেলাটাকে একটা দায়িত্ব হিসেবে দেখতে পারো। আর তুমি তোমার সেই দায়িত্ব শেষ করো, এবং তুমি তোমার জীবনে ফিরে এসো।’

 

সবশেষ ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পথে বড় ভূমিকা রেখেছেন বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টজুড়েই তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। ২০০২ এবং ২০১৩ সালের পর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে ভারত। সেখানে বিরাট কোহলির স্ত্রী বলিউড সুপারস্টার আনুশকা শর্মাকে গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়।

 

ভারতীয় এই ব্যাটার টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের দারুণ কার্যকরী এক ইনিংস উপহার দেন তিনি।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে যখন ভারত জিতে যায়, তখন বিরাট কোহলিকে তার স্ত্রী আনুশকার সঙ্গে উল্লাস করতে দেখা যায়। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী এবং মেয়েও সেখানে উপস্থিত ছিলেন।

 

বোর্ডের পারিবারিক নীতিতে কোহলি আরও বলেন, ‘রোজ জীবনে কঠিন কিছু ঘটে। কঠিন পরিস্থিতিতে পরিবার পাশে থাকলে স্বাভাবিক থাকা যায়। স্বাভাবিক থাকলে তবেই তো দায়িত্ব পালন করা যাবে। আমি অন্তত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। ঘরে কেউ একা একা বিমর্ষ ভাবে থাকতে চায় না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর