রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

আইপিএল শুরুর আগেই বিপাকে পড়েছে লিগের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ক্রিকেটবিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে মাতামাতি থাকে সবচেয়ে বেশি। আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। অর্থের ঝনঝনানিতে আইপিএল নজর কাড়ে সবার। আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএলের ১৮তম আসর।

 

বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগকে কেন্দ্র করে এখন সব দলই ব্যস্ত তাদের অনুশীলনে। তবে বিপাকে পড়েছে লিগের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন লিজার্ড উইলিয়ামস ও আল্লাহ গজনফার।

 

ইনজুরি থেকে ফিট হয়ে কবে দলের সঙ্গে যোগ দিবেন জাসপ্রিত বুমরাহ সেটাও নিশ্চিত নয়। ভারতীয় গণমাধ্যমের খবর এপ্রিলের আগে মাঠে নামতে পারবেন না এই তারকা পেসার।

 

বিশ্বের সবচেয়ে জমজমাট টি-২০ লিগ আইপিএল শুরু হতে বাকি নেই বেশিদিন। তবে লিগ মাঠে গড়ানোর আগে বেশ কিছু ক্রিকেটার ঝড়ে পড়ছে। এরই মধ্যেই তাদেরর বদলিও নিয়েছে দলগুলো। তবে আসর শুরুর আগেই বিপাকে পড়েছে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। চোটের জন্য ছিটকে গেছেন লিজার্ড উইলিয়ামস-আল্লাহ গজনফার। এই দু’জনের পরিবর্তে করবি বশ ও মুজিবকে দলে নিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে নতুন খবর, বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে আইপিএলে শুরু থেকে পাবে না মুম্বাই।

 

গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে ইনজুরিতে পড়েন বুমরাহ। এরপর থেকেই চলছে তার পুনর্বাসন। গেল বছর টি-২০ বিশ্বকাপ জেতা পেসার সেই ইনজুরির জন্যই মিস করেছেন সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিও। ধারণা করা হচ্ছিলো আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে মুম্বাইয়ের গতি তারকাকে। কিন্তু ভারতীয় গণমাধ্যমের খবর এপ্রিলের আগে মাঠে নামতে পারবেন না এই তারকা পেসার।

 

মার্চ মাসে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে তিনটি ম্যাচ। সেগুলোতে বুমরাহ খেলছেন না সেটা এক রকম নিশ্চিত। বিসিসিআই’য়ের সেন্টার অব এক্সেলেন্সের মেডিকেল টিমের ক্লিয়ারেন্স পেলেই এপ্রিল থেকে মুম্বাই জার্সিতে দেখা যেতে পারে। তবে এবার বুমরাহকে নিয়ে একটু বেশি সতর্ক বিসিসিআই। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়াসের সাবেক বোলিং কোচ শেন বন্ড মন্তব্য করেন, সার্জারির জায়গায় বুমরাহ আবারো চোট পেলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। যার জন্য শতভাগ নিশ্চিত না হয়ে তাকে ছাড়পত্র দেবে না বিসিসিআই মেডিকেল টিম।

 

আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএলের ১৮তম আসর। এরপর দিন চিদম্বরমে ধোনীর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর