রাজশাহী, ১৫ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী স্টেশনের ম্যানেজার শহিদুল আলম। তিনি বলেন, দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিলো। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। কোনো ট্রেনেই যাত্রী ছিল না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, যেহেতু ট্রেনটি পদ্মা এক্সপ্রেসের লাইনে পড়েছে তাই রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বন্ধ থাকবে।
Leave a Reply