শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

অ্যান্তোনিও গুতেরেস ও ড. ইউনূস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজার পৌঁছেছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭ সময় দেখুন

কক্সবাজার, ১৪ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজার পৌঁছেছেন। সেখানে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনূসও কক্সবাজার সফর করছেন। সেখানে দুই নেতা রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন।

 

শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। এরপর বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান জাতিসংঘের মহাসচিব। সেখানে তার রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শনের কথা আছে।

 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

 

বিকেলে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর