শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

এসির ভেতর সাপ : পরিষ্কার করতে গিয়ে যুবকের হাতে ধরা পড়লো সাপটি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৪ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শীত শেষে গরম বাড়ছে। অনেকে প্রস্তুতি হিসেবে এসি কিংবা ফ্যান পরিষ্কার করছেন। সম্প্রতি এসি পরিষ্কার করতে গিয়ে হতবাক হয়ে যান এক যুবক। এসি খুলতেই দেখেন ভেতরে সাপ।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ভিডিওতে দেখা যায়, খাটের ওপর দাঁড়িয়ে এসি পরিষ্কার করছেন এক ব্যক্তি। তিনি এসির ওপরের ঢাকনা খুলে দেখেন বেশ কয়েকটি সাপের বাচ্চা।

 

এরপর তিনি সাপগুলোকে খালি হাতেই বের করে নিয়ে আসেন। ভিডিওটি দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার অনেকে সাপ কীভাবে এসির ভেতরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

নেটিজেনরা ধারণা করছেন- এসি পানি বের হওয়ার যে পাইপ বা ‘আউটলেট’ এগুলোর মুখ অনেক সময় খোলা থাকে। সম্ভবত ওই এসির আউটলেটও খোলা ছিল। এসি দীর্ঘদিন বন্ধ থাকায় সেদিক দিয়ে সাপ ঢুকে বাসা বেঁধেছে।

 

একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, মনে ভয় ঢুকে গেল! এরপর থেকে না দেখে আর এসি চালু করব না।

 

অন্য আরেকজন লিখেছেন, কখনও আর শান্তিতে ঘুমাতে পারব না। ভাবুন তো, এসি চালু রেখে ঘুমাচ্ছেন আর তখনই সাপ বেরিয়ে এলো। তখন কী হবে?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর