শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৪ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি ভবনে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হামলা চালানো হয়েছে। হামলার নিশানা করা ভবনটিকে গোষ্ঠীটির কমান্ড সেন্টার বলে উল্লেখ করেছে সেনাবাহিনী।

 

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তেল আবিব সিরিয়ার বিরুদ্ধে হুমকি হয়ে উঠতে দেবে না। অন্যদিকে ইসলামিক জিহাদের একজন মুখপাত্র ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আঘাতস্থলটি একটি খালি ভব। এটি কোনো কমান্ড সেন্টার নয়।

 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা দামেস্কের উপকণ্ঠে দুমার প্রজেক্ট এলাকায় একটি ভবনে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

 

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির ওপর দখলদারিত্ব সম্প্রসারণ করে বাফার জোন দখল করে। এটি ১৯৭৪ সালের সিরিয়ার সাথে বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়াজুড়ে সামরিক স্থাপনা এবং সম্পদ লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে। এরমধ্যে রয়েছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর