শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

মিচেল মার্শ শুধু ব্যাটার হিসেবে এবারের আইপিএলে খেলবেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৪ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ। তবে এবারের আসরে শুধু ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।

 

পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি মিচেল মার্শের। তবে অজি তারকা চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন। আশা করা হচ্ছে আসন্ন আইপিএল দিয়েই তিনি মাঠে ফিরবেন। কিন্তু মাঠে ফিরলেও নিজের অলরাউন্ডার সত্তাকে আপাতত বিসর্জন দিতে হচ্ছে তাকে।

 

অস্ট্রেলিয়ার সবশেষ শ্রীলঙ্কা সফরের ওয়ানডে থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মিচেল মার্শ। সেই চোটের কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলা হয়নি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কের। পিঠের ডিস্কের সমস্যার কারণে পারেননি অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমের ক্রিকেটেও অংশ নিতে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকেই নাকি এই সমস্যায় ভুগছেন তিনি।

 

ফেব্রুয়ারিতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন মার্শ। তার পরামর্শেই বিশ্রাম নিয়ে সুস্থতার পথে মার্শ। ফিরেছেন ব্যাটিং অনুশীলনেও। আসন্ন আইপিএলেও খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।

 

তবে ৩৩ বছর বয়সী মার্শকে অলরাউন্ডার হিসেবে খেলার ছাড়পত্র দেয়া হয়নি। ফলে আইপিএলে শুধু ব্যাটার হিসেবেই খেলতে পারবেন তিনি। পারবেন না বোলিং করতে। এবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলবেন মার্শ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ককে খেলাতে চাইলে ব্যাটার হিসেবেই খেলাতে হবে। সে হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি তাকে হয়ত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবে। যার ফলে ব্যাটার হিসেবে ব্যাট করলেও ফিল্ডিংয়ের সময় তার বদলি কোনো একজন বোলার হয়ত নামবেন।

 

আইপিএলে গত মৌসুমেও ভুগেছেন মার্শ। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে শুরুর কয়েকটি ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে দেশে ফিরে গিয়েছিলেন তিনি।

 

এবারে মেগা নিলামে ৩ কোটি ৪০ লাখ রুপিতে এই ৩৩ বছর বয়সীকে দলে ভেড়ায় লখনৌ। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৮ মার্চ লখনৌ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দেবেন মার্শ। এই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি জাস্টিন ল্যাঙ্গার, যার অধীনে মার্শ অস্ট্রেলিয়া জাতীয় দল, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং বিগব্যাশের দল পার্থ স্কচার্সের হয়ে খেলেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর