শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

পাবনায় র‍্যাবের অভিযানে ২৪ টি ককটেল ও দুটি স্মক বোমা উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১২ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা সদর উপজেলার জালালপুরে একটি বাসা বাড়ি থেকে ২৪ টি তাজা ককটেল ও দুটি স্মক বোমা উদ্ধার করেছে পাবনা র‍্যাব ১২। বুধবার বিকাল পাঁচ টা থেকে রাত একটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন তারা।ঘটনাস্থল থেকে র‍্যাবসদস্যদের সাথে কথা বলে জানা যায় পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার সালাম মেম্বার এর বাড়িতে পাবনা র‍্যাব১২র কোম্পানি কমান্ডার স্ক্রোয়াডন লিডার ইলিয়াস খান সহ অন্যান্য র‍্যাবের অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল ও দুটি স্মক বোমা উদ্ধার করেছেন।পৃথক দুটি বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তিনি আরো জানান, বুধবার বিকাল ৫ টা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত এ অভিযান চলে। ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আশার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি বোমা ও দুটি স্মক বোমা উদ্ধার করা হয়েছে।

 

এ বিষয়ের বাড়ির মালিক স্থানীয় ওয়ার্ড মেম্বর আব্দুস সালামের নামে একটি মামলা হয়েছে। স্থানীয় আরিফুল ইসলাম নামের এক যুবক জানান, বাড়ির মালিক আব্দুস সালাম গত ৫ ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে আব্দুস সালাম মেম্বার পলাতক রয়েছেন। এ অভিযান চলাকালীন সময়ে পাবনা র‍্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর