শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

উপদেষ্টা পরিষদের সভায় শেখ মুজিব, ফজিলাতুন্নেসা, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম বদল হলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১ সময় দেখুন

ঢাকা, ১৩ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা, সিলেট ও খুলনায় যথাক্রমে শেখ মুজিব, ফজিলাতুন্নেসা ও শেখ হাসিনার নামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম বদলে হবে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’। এ জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

 

বৈঠকে খুলনার ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ এবং সিলেটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের’ নাম বদলেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

 

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আইন ও সংসদ-বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দেয়। এ অধ্যাদেশের মাধ্যমে এই চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ হবে।

 

একইভাবে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন এবং এর মাধ্যমে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’-এর নাম বদলে হবে ‘খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’। ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এই চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর