শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৩ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে নিজেকে সরিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। অবশেষে সেটাই সত্যি হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই অলরাউন্ডার। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ।

 

পোস্টে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

‘আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’

 

‘সবশেষে আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে। সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি……….. আলহামদুলিল্লাহ।’

 

১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৩৯টি ওয়ানডে, ৫০টি টেস্ট ও ১৪১টি টি২০ ম্যাচ।

 

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মাহমুদুল্লাহর। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে মাহমুদুল্লাহ ৩৬.৪৬ গড়ে ওয়ানডেতে তিনি সংগ্রহ করেছেন ৫৬৮৯ রান। রয়েছে চারটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট। এর মধ্যে বেশ কিছু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। ওয়ানডে বিশ্বকাপে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে তিনি তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে দুটি এসেছে ২০১৫ সালে, অন্যটি ২০২৩ সালে।

 

এ ছাড়া ৫০ টেস্ট খেলে ৩৩.৪৯ গড়ে করেছেন ২৯১৪ রান। এর মধ্যে ১৬টি হাফ সেঞ্চুরির সাথে রয়েছে ৫ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

 

বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ টি-টোয়েন্টি খেলেছেন ১৪১টি। যেখানে ২৩.৫০ গড়ে করেছেন ২৪৪৪ রান। বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর