শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

ক্রীড়া উপদেষ্টার ২৫ লাখ টাকা অনুদান পেল ব্রোঞ্জজয়ী বাংলাদেশ নারী কাবাডি দল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১২ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জিতেছে। ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশের মেয়েদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে উন্নত প্রশিক্ষণের জন্য দেওয়া হয় ২৫ লাখ টাকার অনুদান।

 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ সংবর্ধনা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

 

এ সময় তিনি বলেন, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’

 

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। একইসঙ্গে টুর্নামেন্টের ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

 

সেই ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবনী মল্লিক জানান, ‘থাইল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সঙ্গে আমাদের ম্যাচ ছিল অনেক চ্যালেঞ্জি। কিন্তু আমাদের মনোবল ছিল আমরা থাইল্যান্ডকে হারাতে পারব। সবাই খুব ভালো খেলছে। তাই থাইল্যান্ডকে আমরা হারাতে পেরেছি।’

 

সাধারণত আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আসলে খেলোয়াড়-কোচিং স্টাফদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে ফুটবল, ক্রিকেট ও হকিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাফল্য বয়ে আনা খেলোয়াড়দের পুরস্কৃত করেছে।

 

কাবাডির ক্ষেত্রে অবশ্য চিত্রটা একটু ভিন্ন। নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে কাবাডি সিরিজজয়ী বাংলাদেশ জাতীয় পুরুষ দল এবং ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। গতকাল পুরুষ ও নারী উভয় দলকে কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে প্রদান করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর