রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক নজরদারিতে আনা উচিত : কাতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১১ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষরে বাধ্য করতে হবে।

 

শনিবার ভিয়েনায় আইএইএ’র এক বৈঠকে কাতারের স্থায়ী প্রতিনিধি জাসিম ইয়াকুব আল-হাম্মাদি এ আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের একাধিক প্রস্তাব অনুসারে ইসরায়েলকে তার পরমাণু কর্মসূচি আইএইএ’র সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে।

 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এনপিটি চুক্তিতে স্বাক্ষর করলেও ইসরায়েল এখনো এই চুক্তির বাইরে রয়েছে। তেল আবিবের কাছে আনুমানিক ২০০-৪০০টি পরমাণু অস্ত্র থাকার ধারণা করা হয়। তবে ইসরায়েল কখনও তা স্বীকার বা অস্বীকার করেনি এবং তার পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ’র পরিদর্শনও অনুমোদন দেয়নি।

 

বিশ্লেষকদের মতে, ইসরায়েলকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। মধ্যপ্রাচ্যে পরমাণু ভারসাম্য রক্ষার প্রশ্নে কাতারের এই অবস্থান একটি নতুন কূটনৈতিক মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর