মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা-জেলা প্রতিনিধি (পটুয়াখালী), ১০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাতকানা ও বিটটস স্পট, ডায়রিয়া, অপুষ্টিসহ বিভিন্ন রোগে শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ১৫ মার্চ শনিবার সারাদেশের ন্যায় পটুয়াখালী পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী পৌরসভার কনফারেন্স কক্ষে স্বাস্থ্য শাখার আয়োজনে পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা’র সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়নে করনীয় বিষয় সময়োপযোগী বিভিন্ন প্রস্তাবমূলক স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ একরামুল নাহিদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক আসমা আক্তার, সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ শারমিন আক্তার, জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আঃ কাদের, পৌরসভার সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, হিসাব রক্ষক মো. কামরুজ্জামান, শহর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন, স্যানিটারি ইন্সেপেক্টর শারমিন আক্তার, ইপিআই সুপারভাইজার কাজল সরকার, ইপিআই সুপারভাইজার মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।
১৫ মার্চ শনিবার পটুয়াখালী পৌরসভায় ৪৫টি কেন্দ্রে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ৬ মাস থেকে ১২ মাসের কম বয়সী ১,১৮৫ জন ও ১২ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৯,৯৪৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১২ মাসের কম বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভায় এ ক্যাম্পেইন বাস্তবায়নে ৪৫ টি কেন্দ্রে ৩ জন সুপারভাইজার ও ৯০ জন স্বেচ্ছাসেবক ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন বলে ডাঃ একরামুল নাহিদ জানান।
পৌর প্রশাসক জুয়েল রানা বলেছেন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দিনে টার্গেটের একটি শিশুও যেন ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সে জন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
Leave a Reply