জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর সার্বিক তত্বাবধানে, ওসি ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ০৭/০৩/২০২৫ইং ১৪.০০ ঘটিকায় এস, আই,(নিঃ)মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে থানাধীন, ষ্টেশনস্থ খুলনা হতে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ২নং প্লাটফর্মে দাড়ানো অবস্থায়, ট্রেনের “ছ” নম্বর বগিতে অভিযান পরিচালনা করে বগির ৫১ নং সীটে বসা অবস্থায় মাদক ব্যবসায়ী ১।মোঃ আসীর ইনতেসার রোজেন (১৯), পিতা- হাসানুজ্জামান ওরফে হাবু, মাতা- মোছাঃ রেহেনা খাতুন, সাং- চুয়াডাঙ্গা কোর্টপাড়া(১নং পানির ট্যাংকির সামনে), থানা- চুয়াডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য কোকেন সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামী উদ্বারকৃত মাদকদ্রব্য কোকেন বিক্রয়ের উদ্দেশ্য খুলনা হতে ছেড়ে আসা ঢাকাগামী চিত্র এক্সপ্রেস ট্রেনের “ছ” নং বগির ৫১ নং সীটে বসে নিজ হেফাজতে রেখে ঢাকায় যাচ্ছিল। আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদক মামলা রজু করা হয়েছে।
Leave a Reply