বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

অধিনায়ক রোহিতের ভবিষ্যৎ ঠিক হবে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পরই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৮ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোববার দুবাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের ফল হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য ভারতের প্রস্তুতির ভিত। পাশপাশি এ ম্যাচের ফল ভারতের অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎও ঠিক করে দিতে পারে। আগামী দুই বছরের পরিকল্পনা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্থায়ী নেতৃত্ব চায় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

 

সূত্র মারফত সংবাদমাধ্যমটি জানিয়েছে, টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার বিষয়ে কঠিন আলোচনা হতে পারে। চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের অপেক্ষায় থেকে বিসিসিআইও এখনো পর্যন্ত নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর শেষেই এ বিষয়ে বোর্ড ও রোহিতের সঙ্গে আলাপ করেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার ও প্রধান কোচ গৌতম গম্ভীর। ওই বৈঠকে রোহিতও চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতীয় ক্রিকেট দলের নতুন রোডম্যাপ তৈরিতে অসম্মতি জানাননি।

 

টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘রোহিত এখনো বিশ্বাস করেন, তাঁর ভেতরে আরও ক্রিকেট অবশিষ্ট আছে। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার বিষয়ে তাঁকে জানাতে বলা হয়েছে। অবসর নেওয়া তাঁর সিদ্ধান্ত, কিন্তু অন্য একটি আলোচনাও আছে, সেটা তাঁর অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে। বিশ্বকাপের প্রস্তুতি নিতে দলে একজন স্থায়ী অধিনায়ক দরকার, সেটা রোহিতও বোঝেন। কোহলির সঙ্গেও কথা হয়েছে। তবে তাঁকে ঘিরে অতটা শঙ্কা নেই।’

 

বিসিসিআই সাধারণত আইপিএল শুরুর আগে খেলোয়াড় ধরে রাখার বার্ষিক তালিকা প্রকাশ করে। কিন্তু এবার হয়তো আরও কিছু দিন অপেক্ষা করবে। কারণ, বাজে টেস্ট মৌসুমের পরে দল চ্যাম্পিয়নস ট্রফিতে দল কেমন করে, সেটা দেখতে চায় বিসিসিআই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরি পুনর্মূল্যায়ন করতে চায় বিসিসিআই। এই ক্যাটাগরিতে বর্তমানে আছেন রোহিত, কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা।

 

বিসিসিআইয়ের নীতি অনুযায়ী, তিন সংস্করণেই পারফর্ম করা খেলোয়াড়দের ‘এ’ প্লাস গ্রেডে অগ্রাধিকার দেওয়া হয়। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণ থেকে অবসর নেন রোহিত, কোহলি ও জাদেজা। টেস্ট মৌসুমও তাঁদের তেমন ভালো কাটেনি। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফরম্যান্সের কারণে ‘এ’ প্লাস গ্রেডে তাঁরা টিকেও যেতে পারেন। কোহলি যেমন পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন।

 

সেই সূত্র সংবাদমাধ্যমটিকে আরও বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর রোহিতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বোর্ড। যদি কোনো কারণে তিনি অবসর নেন, তাহলে বোর্ড সে অনুযায়ী যা করার করবে। এটা বিবেচনার বাইরে রাখা যায় না যে গত জুনেই তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো অধিনায়কত্ব করেছেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর