সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ০৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগন্জ বাজার ও বৈরাগীর মোড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন-উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
ইউএনও জানান, মেয়াদ না লিখা পন্য বিক্রি করার জন্য ৩ টি দোকান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈরাগীর মোড়ে একটি বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য রমজান মাসে এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
Leave a Reply