মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা-জেলা প্রতিনিধি (পটুয়াখালী), ০৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীতে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
র্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার তুহিন রেজা কর্তৃক প্রেসরিলিজ সূত্রে জানাগেছে- ৭ মার্চ শুক্রবার বেলা ১১ টার দিকে গোয়েন্দা খবরের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জেলার বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের কবিরকাঠি এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ( ওয়ারেন্টভুক্ত) আসামী ফিরোজ হাওলাদারকে গ্রফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে ২০০৩ সালে জমিজমা সংক্রান্ত ভিকটিমকে মারধর করে কুপিয়ে পায়ের রগকাটা মামলায় ২০০৭ সালে বিজ্ঞ দায়রা জজ আদালত পটুয়াখালী আসামী ফিরোজ হাওলাদারকে পলাতক অবস্থায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা দন্ডের আদেশ দেন। এ আদেশ থেকেই পলাতক থাকে আসামী ফিরোজ।
বাউফল থানার ধারা ১৪৯,৩০৭,৩২৬ জিআর নং-২৯৪/২০০৩ইং।
Leave a Reply