রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

কালাইয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৫ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ০৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া গ্রামে জামিলা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৬ই মার্চ)  বিকাল তিনটার দিকে নিজ বাড়িতেই নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।তিনি জামুড়া গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।পরিবারের  সদস্যরা জানান দীর্ঘদিন ধরে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন। মাঝে মধ্যেই তিনি অস্বাভাবিক আচরণ করতেন।কখনো  ঘর ছেড়ে বাহিরে চলে যেতেন। কখনো কখনো আপন মনে কথা বলতেন। পরিবার থেকে তাকে সুস্থ করার জন্য যথাসাধ্য কষ্ট করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হলো না।

 

বৃহস্পতিবার  দুপুরে সবাই যখন নিজের কাজে ব্যস্ত তখনই এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। অনেকক্ষন যাবত জামিলাকে  দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তার খোঁজ করতে শুরু করেন।এক পর্যায়ে নিজের কক্ষের দরজা বন্ধ পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তারা দেখতে পান জামিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন।এই দৃশ্য  দেখেই কান্নায় ভেঙ্গে পড়ে স্বজনরা। মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে নেমে আসে শোকের  ছায়া।

 

কালাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটি একটি মর্মান্তিক ঘটনা। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর