শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

পাকিস্তানের বহুজাতিক নৌ মহড়ায় অংশ নিল চীন, যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ আরো অনেক দেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): উত্তর আরব সাগরে পাকিস্তানের আয়োজনে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এতে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশও। মহড়ায় আরও অংশ নিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের নৌবাহিনী।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, নৌ মহড়ায় অংশ নেওয়া বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।

 

নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সময় অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে ‘আমান মহড়া’। একই সঙ্গে এটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে এবং অংশগ্রহণকারী নৌবাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াবে।

 

এই সময় পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর কমান্ডিং অফিসাররাও উপস্থিত ছিলেন।

 

তাদের সঙ্গে মতবিনিময়ের সময় নাভিদ আশরাফ বলেন, পাকিস্তান সমুদ্র নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। এই নীতির অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল (আরএমএসপি) এবং বহুজাতিক মহড়া ‘আমান’-এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখছে।

 

মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নৌ-সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই যৌথ মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ ধরনের বহুজাতিক নৌ মহড়া আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর