শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

রাণীশংকৈল-কাতিহার পশুরহাটে অতিরিক্ত টোল আদায় চলছেই, প্রশাসন নীরব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও),০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুরহাটে অবাধে অতিরিক্ত টোল আদায় চলছেই। ইতিপূর্বে অতিরিক্ত টোল আদায়ের দায়ে হাট ইজারাদারকে জরিমানা করেছিলো ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানা করার পরেও কমেনি অতিরিক্ত টোল আদায়। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কোন অদৃশ্য শক্তির ইশারায় হাট ইজারাদার সারওয়ার নূর লিয়ন এ ধরণের দূ:সাহস দেখিয়ে অতিরিক্ত টোল আদায় করছেন।

 

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কাতিহার পশুর হাটে গিয়ে দেখা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায় করা যাবে। কিন্তু ওই হাটের উল্টো চিত্র। টোল আদায়কারীরা গরু জন্য ৫০০ টাকা টোল নিচ্ছেন। আর ছাগল ১৬০ টাকা টোল আদায় করছেন। আবার টোলের টাকা নিলেও রশিদে লেখা হচ্ছে না টাকার পরিমাণ।

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইজারাদারের নিযুক্ত টোল আদায়কারী বলেন, আমাদের কিছু করার নেই। ইজারাদার সারওয়ার নূর লিয়ন যেভাবে বলেছেন সেভাবে টোল আদায় করছি আমরা।

 

হাটে আসা মীরডাঙ্গী এলাকার গরু ক্রেতা বলেন, কাতিহার হাটে আজ ৪৩ হাজার টাকা দিয়ে গরু কিনেছি, গরুটির লেখাই বাবদ ৫০০ টাকা নিয়েছে। একই সাথে অন্যঅন্য গরু ক্রেতারা একই অভিযোগ করেন। ছাগল ক্রেতারা বলেন, যেখানে সরকারি আইন অনুযায়ী ছাগলপ্রতি ৯০ টাকা, তা না মেনে ইজারাদার ছাগল প্রতি ১৬০ টাকা করে নিচ্ছেন। কিন্তু অতিরিক্ত টাকা নিলেও রশিদে টাকার পরিমান লেখা হয়নি।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্বে থাকা) আরিফুজ্জামান বলেন, বিষয়টি আমি দেখছি বলেও তিনি পরে কোন ব্যবস্থা নেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর