বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাদের বিপক্ষে খেলবে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক,০৭ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের আপত্তিতে অনিশ্চিত ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।

 

আসরের দ্বিতীয় দিন তথা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। মূল পর্বের অভিযান শুরুর আগে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন নাজমুল হোসেন শান্তরা। এমনটাই শোনা যাচ্ছে। এ ছাড়া গুঞ্জন ছিল দুবাইয়ে ভারতের বিপক্ষে ঘাম ঝরানোর ম্যাচে মুখোমুখি হতে পারে টিম টাইগার্স। যদিও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

মেগা ইভেন্টকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরে ক্যাম্প করবে বাংলাদেশ দল। ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ শুরু করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বেশ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

 

বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল জায়গা করে নিলেও, ফাইনালের একাদশে শান্তর সুযোগ পাবার সম্ভাবনা খুবই কম। এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, কম্বিনেশনের কারণে শান্তকে একাদশে সুযোগ দিতে পারছেন না তারা। ব্যাট হাতে ছন্দে নেই শান্ত। এজন্য সালাহউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

 

এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। আগামী শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দেবেন।

 

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর