শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

এবার ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ সময় দেখুন

নোয়াখালী,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। পরে ঘরগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে ফ্যাসিস্টবিরোধী স্লোগান নিয়ে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বড় রাজাপুর এলাকার কাদেরের বাড়িতে প্রবেশ করে ছাত্র-জনতা। তারা প্রথমে ভাঙচুর চালায়, এরপর আগুন ধরিয়ে দেয়।

 

জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের মতো ওবায়দুল কাদেরের এই বাড়িতেও হামলা-ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ছয় মাস পর দ্বিতীয়বারের মতো হামলা হলো সেখানে।

 

স্থানীয় লোকজন জানান, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও তিনি এ বাড়িতে থাকতেন না। মূলত এ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, তার আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ও মাস্টার ফজলুল কাদের মিন্টু খান থাকতেন। নোয়াখালী সফরে এলে ওবায়দুল কাদের এ বাড়িতে উঠতেন এবং দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে আবার চলে যেতেন।

 

বিক্ষুব্ধ ছাত্রজনতা বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর যে হামলা ও নিপীড়ন চলে, তার মাস্টারমাইন্ড ছিলেন এ ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে, তার নির্দেশে চলেছিল শিক্ষার্থীদের ওপর নির্যাতন। আওয়ামী লীগের বেশির ভাগ অপকর্মের মূল হোতা কাদের। তিনি এখনো পালিয়ে থেকে তার দলের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন।

 

ছাত্র-জনতা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর কাদেরের ভাইয়েরা সপরিবারে পালিয়ে যাওয়ার পর কে বা কারা ক্ষতিগ্রস্ত বাড়িটি সংস্কারের কাজ চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি করেন ছাত্র-জনতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর