শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

ভারতের বিপদে তার অকৃত্রিম বন্ধু পুতিন এগিয়ে এলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তেই উলটপালট লাখ লাখ ভারতীয়দের জীবন। বৈধ কাগজপত্র না থাকায় ছাড়তে হবে মার্কিন মুলুক। ভারতের এমন দুঃসময়ে এগিয়ে এসেছে অকৃত্রিম বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কঠিন এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে শান্ত করতে কৌশলী পদক্ষেপ নিয়েছিল ভারত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন পণ্য কেনার পরিকল্পনা করেছিল দেশটি। কিন্তু এই কৌশলে কোনো কাজ হয়নি।

 

মার্কিন কর্মকর্তাদের মন গলাতে না পারলেও ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন বিপদের সময় দিল্লির অকৃত্রিম বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সই করেছে ভারত। ওই চুক্তির আওতায় অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল কিনবে মোদির দেশ।

 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই চুক্তি হয়। পরে নিজেদের এক্স হ্যান্ডেলে এক টুইটে বলা হয়, এই মিসাইল হাতে পেলে ভারতের নৌবাহিনীর সাবমেরিন বহরের যুদ্ধসক্ষমতা বাড়বে। তবে ভারত কী ধরনের মিসাইল কিনছে, সেগুলোয় সংখ্যাটা কতটা বা কবে নাগাদ সরবরাহ করা হবে, তা জানায়নি রাশিয়া বা ভারত কেউই।

 

গার্ডিং ইন্ডিয়া ডিফেন্স নিউজ পোর্টালের বরাতে মেহের নিউজ জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর ডিজেল চালিত সাবমেরিনের জন্য এই মিসাইল কেনা হচ্ছে। ওই সাবমেরিন কিলো-ক্লাস বা সিন্ধুঘোষ-ক্লাসের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর