শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

ফিক্সিং ইস্যুতে বিচার না হলে বরিশাল মালিকের বিপিএল ছাড়ার হুমকি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগ—বিপিএল মানেই যেন নিত্যনতুন নাটকের কারখানা। চলতি বিপিএলে দুটি বিষয় বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে। এর একটি খেলোয়াড়দের ঠিক মতো পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া। অন্যটি স্পষ্ট ফিক্সিংয়ের সন্দেহ। গত কয়েকদিনে দেশের গণমাধ্যম ছেয়ে গেছে একের পর এক ফিক্সিংয়ের খবরে।

 

এতসব অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এমনকি অনিয়মের সঙ্গে জড়িতদের বিচার না করলে বিপিএল ছাড়ার হুমকিও দিয়েছেন তিনি।

 

বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে বার বার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। স্পট ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়েছে কয়েকজন ক্রিকেটারের। এসব বিষয় নিয়ে বিসিবি তদন্ত করছে বলে জানা গেছে।

 

তবে বিসিবির ভূমিকায় সন্তুষ্ট হতে পারছেন না বরিশাল। ফ্র্যাঞ্চাইজির মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে তো চলতে পারে না। আমরা চাই এটার (ফিক্সিংয়ের অভিযোগ) বিচার হোক এবং তারা শাস্তি পাক। এটা না করলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।

 

তিনি বলেন, যত বড় খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি হোক, এটার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। বিচার না হলে আমাদের মতো ফ্র্যাঞ্চাইজি থাকবে না। একেবারে সোজা কথা। আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়, আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায়। এটা হওয়া উচিত হয়নি।

 

বরিশালের মালিক বলেন, সামর্থ্য না থাকা সত্ত্বেও কাউকে দল দেওয়া ঠিক নয়। এগুলো বলতেও লজ্জা লাগে। কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। বরিশালের খেলোয়াড়রা আগে অগ্রিম টাকা চাইতো না, এবার চেয়েছে। এসব বিষয়ের কারণে বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন হয়েছে বুঝতেই পারছেন।

 

মুখে বিপিএল ছাড়ার হুমকি দিলেও পরবর্তী আসরে খেলার ইচ্ছের কথা জানিয়েছেন বরিশালের মালিক। বিসিবির পক্ষ থেকে নাকি ভালো কিছুর আশা পেয়েছেন তিনি, ‌‌‘(পরের আসরে দল নেওয়া) নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে কথা হয়েছে। কিছু আশ্বাস পেয়েছি। পাঁচটি কাজ করলে একটি ভুল হতেই পারে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর