শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

বলিউডের শীর্ষ অ্যাকশন যারা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রচলিত প্রথা ভেঙে ভারতীয় সিনেমা এখন নতুন যুগে প্রবেশ করেছে। যেখানে অভিনেত্রীরা এখন আর শুধু গ্ল্যামারের সীমাবদ্ধতায় আটকে নেই। বহু অভিনেত্রী বর্তমানে নিজ দক্ষতায় অ্যাকশন দৃশ্য উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন, ভেঙেছেন প্রচলিত বাধা এবং প্রমাণ করছেন নিজেদের শক্তিশালী পারফরমার হিসেবে।

 

আজকের আয়োজনে থাকছে শীর্ষ ৪ অভিনেত্রী, যারা মারামারি ও স্ট্যান্ট দৃশ্যে নজরকাড়া অভিনয় করে বি-টাউনে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন।

 

দীপিকা পাড়ুকোনঃ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গ্ল্যামার চরিত্রের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও নজর কেড়েছেন। অভিনয় করেছেন ‘পাঠান’, ‘সিংহাম অ্যাগেইন’ ও ‘ট্রিপল এক্স’-এর মতো দুর্ধর্ষ অ্যাকশন সিনেমায়।

 

ক্যাটরিনা কাইফঃ ক্যাটরিনা কাইফ ‘টাইগার ৩’ সিনেমায় অভিনয় করে প্রমাণ করেছেন যে, তিনি শুধু গ্ল্যামারাস নন, বরং একজন দক্ষ অ্যাকশন তারকাও। বিশেষ করে ‘টাইগার ৩’ সিনেমায় তার ‘হামাম’ দৃশ্যে তীব্র ও শক্তিশালী পারফরম্যান্স সবাইকে চমকে দেয়।

 

আলিয়া ভাটঃ অভিনেত্রী আলিয়া ভাটকে সব শেষ মুক্তি পাওয়া ‘জিগরা’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশন নিয়ে হাজির হতে দেখা যায়। জেল ভেঙে পালানোর কাহিনি কেন্দ্র করে তৈরি এ সিনেমায় তিনি এমন দুর্দান্ত স্ট্যান্ট করেছেন, যা আগে তার কাছ থেকে দেখা যায়নি। ‘জিগরা’তে নজরকাড়া পারফরম্যান্সের পর, তিনি এখন আসন্ন অ্যাকশন সিনেমা ‘আলফা’তে সম্পূর্ণ নতুন রূপে হাজির হতে চলেছেন।

 

কৃতি শ্যাননঃ কৃতি শ্যানন ‘গণপথ’ সিনেমায় অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন। কঠোর ও রাগী লুক নিয়ে তিনি ৯ মাসের নিবিড় প্রশিক্ষণের পর নানচাক ব্যবহার দক্ষতার সঙ্গে রপ্ত করেছেন। এ অভিনেত্রী অ্যাকশন দৃশ্য প্রদর্শন করে শুধু গ্ল্যামারনির্ভর চরিত্রের সীমানা অতিক্রম করেননি, বরং বলিউডের জন্য একটি নতুন যুগের সূচনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর