শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র চলছে না : গয়েশ্বর চন্দ্র রায়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ সময় দেখুন

ঢাকা, ০১ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ‘মাদক মুক্ত দেশ ও জাতি গঠনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্র চলছে না।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন যে সরকার আছে, সেই সরকার থেকে আপনি কী আশা করেন? কারণ এই সরকার যে কী করতে চায় আমিও বুঝি না তারা নিজেরাও জানে কিনা, বুঝে কিনা, না তারা কী করতে চায়। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে, সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু রাষ্ট্র চলছে না। আপনি বিভিন্ন ব্যবসা কেন্দ্রে যান, বিভিন্ন ডিপার্টমেন্টে যান, আপনাদের ফাইল আটকিয়ে রেখেছে। আবার যাদের বিল আটকিয়ে রেখেছে তাদের মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগের আমলে যারা কাজ করছে তাদের বিল কিন্তু ঘুরাচ্ছে না।

 

তিনি বলেন, এই যে একটা সরকার ১৬টা বছর থাকলো, তারা প্রশাসনের সহযোগিতা নিয়েই ওই সরকারের লোকজনরা লুটপাট, দুর্নীতি করেছে। ওই প্রশাসনের লোকেরা কিন্তু যার যার জায়গায় এখনো আছে। শ্রেণি স্বার্থেই তো সব দুর্নীতি এখনো চলমান আছে। প্রশ্নটা হলো যে, এখন তো দেখা যাচ্ছে আগের যেসব কাজ-কর্ম চলেছে, যেসব অন্যায় নিয়ম-নীতি তৈরি করা হয়েছে, তা দিয়ে তো চলছে।

 

এসময় মাদকমুক্ত দেশ গড়তে প্রশাসনকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।

আয়োজক সংগঠনের সভাপতি সিনিয়র সহ সভাপতি খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর