সুনামগঞ্জ, ০১ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের পৌর শহরে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির মিথ্যাচার ও ধোঁকাবাজি দেখে দেখে মানুষ ক্লান্ত। যারা জামায়াতকে বিভিন্নভাবে গালি দিত তারা এখন পালিয়েছে। তাদের ওসব গালি দেয়া ছিল ভণ্ডামি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা হত্যার (জুলাই গণহত্যা) বিচার চাই, প্রতিশোধ নেয়ার জন্য নয়, মানুষ ও সমাজকে কলঙ্কমুক্ত করতে। আমাদের দলকে নিষিদ্ধ করেছে কোনো লাভ নেই, আমরা আছি, থাকব।’
জামায়াতের আমির আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, `যারা বিগত ১৫ বছর দাপিয়ে বেড়িয়েছেন আর কিছু হলেই আমাদের বিনা ভিসায় ওমুক দেশে তমুক দেশে পাঠিয়ে দিত, তারাই এখন এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছেন। আমাদের বিভিন্নভাবে গালি দেয়া ছিল সব ভণ্ডামি।
যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে আখিরাত ও দুনিয়াতে- এমন মন্তব্য করে সম্মেলনের প্রধান অতিথি জামায়াত আমির বলেন, ‘সুপ্রিম কোর্টের এক সম্মানীত বিচারপতি জঙ্গলে কলাপাতার বিছানায় শুয়ে ছিলেন। তার তো বিছানার অভাব ছিল না। তার সৎসাহস ও সতত্যার অভাব ছিল, মানবতার অভাব ছিল, সুবিচার দেয়ার অভাব ছিল।’
Leave a Reply